Gold:akshay’s ‘gold’ 1st b’wood film to release in saudi arabia | প্রথম বলিউড ছবি হিসেব সৌদিতে মুক্তি পাচ্ছে অক্ষয়ের ‘গোল্ড’

0
17


এই সময় ডিজিটাল ডেস্ক: অক্ষয় কুমার অভিনীত ‘গোল্ড‘ এ বার রিলিজ করতে চলেছে সৌদি আরবে। এর আগে আর কোনও বলিউড ছবির রিলিজ সৌদিতে হয়নি। বৃহস্পতিবার ট্যুইট করে এই খবর দেন স্বয়ং অভিনেতা।

১৯৪৮ সালে অলিম্পিকে সৌদি আরবের মাটিতে ভারতের হকি টিম প্রথম স্বর্ণপদক পায়। ঐতিহাসিক সেই ঘটনার প্রেক্ষিতেই নির্মিত গোল্ড ছবিটি।

১৫ অগস্ট, ভারতের স্বাধীনতা দিবসে অক্ষয়ের এই ছবিটি মুক্তি পায়। এই ক’দিনেই ছবিটি ₹১০০ কোটির বাণিজ্য করেছে।

রিলিজের প্রথম দিনেই ‘গোল্ড’ ছবিটি ২৫ কোটি টাকা আয় করেছিল। একই দিন জন আব্রাহামের ‘সত্যমেভ জয়তে’ও মুক্তি পেয়েছিল। তবে, এই ছবিটি প্রথম দিন আয় করে ₹২০ কোটি।

অক্ষয়ের হিট ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘প্যাড ম্যান’ (৭৮.২২ কোটি), ‘টয়লেট এক প্রেম কথা’, ‘জলি এলএলবি-২’ (১১৭ কোটি), ‘রুস্তম’ (১২৭.৪৯ কোটি), ‘হাউসফুল-৩’ (১০৯.১৪ কোটি ), ‘এয়ারলিফট’ (১২৮.১ কোটি) এবং ‘সিং ইজ ব্লিং’ (৮৯.৯৫ কোটি)।

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here