cinema: saina nehwal biopic first look released, check how shraddha kapoor is preparing – Saina Nehwal Biopic: সাইনা না শ্রদ্ধা? শাটলারের বায়োপিকের প্রথম ঝলক দেখেছেন?

0
22


সাইনার চরিত্রের জন্য প্রস্তুতিতে খামতি রাখছেন না শ্রদ্ধা।

EiSamay.Com |
Updated:

saina nehwal biopic first look released, check how shraddha kapoor is preparing

প্রস্তুতি…

এই সময় ডিজিটাল ডেস্ক:
সাইনা নেহওয়ালের বায়োপিকে যে তিনি অভিনয় করছেন, তা এতদিনে অনেকেই জানেন। সাইনাকে নিয়ে পুল্লেলা গোপীচন্দের পাশে দাঁড়িয়ে তাঁর ছবি ভাইরাল হতে সময় লাগেনি। এবার বায়োপিকের ঝলক দেখালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ট্যুইটারে শেয়ার করলেন সাইনার বায়োপিকের ফার্স্ট লুক।

ফার্স্ট লুকে ‘সাইনা’র ভূমিকায় লাল-নীল টি-শার্টে নজর কেড়েছেন শ্রদ্ধা। হাতে র‌্যাকেট নিয়ে জয়ের উচ্ছ্বাস দর্শকদের সাইনার কথাই মনে করাবে। পোস্ট হওয়ার পর থেকেই ভাইরাল ‘সাইনা’র ফার্স্ট লুক।

সাইনার চরিত্রের জন্য প্রস্তুতিতে খামতি রাখছেন না শ্রদ্ধা। সাইনার মতোই ট্রেনিংয়ের পাশাপাশি ব্যাডমিন্টন তারকার পরিবার ও বন্ধুদের সঙ্গেও আড্ডায় দেখা গেছে ‘স্ত্রী’ ছবির অভিনেত্রীকে।


Watch VDO: সাইনা নেহওয়ালের বায়োপিকের শ্যুটিং শুরু করলেন শ্রদ্ধা

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here