cricket: kohli to undergo yo-yo test ahead of west indies series – ইয়ো-ইয়ো টেস্টের মুখে কোহলি

0
17


আগামী ২৮ সেপ্টেম্বর কোহলিকে ফিটনেস প্রমাণ করতে হতে পারে।

EiSamay.Com |
Updated:

kohli to undergo yo-yo test ahead of west indies series

এই সময় ডিজিটাল ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে নিজেদের ফিটনেস প্রমাণ করতে হবে বিরাট কোহলিকে। এমনকী ইয়ো-ইয়ো টেস্টের মুখোমুখি হতে পারেন তিনি। আগামী ২৮ সেপ্টেম্বর তাঁকে ফিটনেস প্রমাণ করতে হতে পারে বলে সূত্রের খবর। পরীক্ষায় পাশ করলেই একমাত্র জাতীয় দলে স্থান পাবেন তিনি।

এ বছর কোহলির ফিটনেশ নিয়ে একাধিকবার নানা মহলে প্রশ্ন উঠেছে। যে কারণে তাঁকে ইয়ো-ইয়ো টেস্টের জন্য ডাকা হচ্ছে বলে মনে তথ্যভিজ্ঞ মহলের অনুমান।

জাতীয় ক্রিকেট দলে স্থান পাওয়ার জন্য ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে ইয়ো-ইয়ো টেস্ট বাধ্যতামূলক। এই টেস্টে পাশ না হওয়ায় গত জুনে জাতীয় দল থেকে বাদ পড়েন অম্বাতি রায়ুডু এবং মহম্মদ শামির মতো প্লেয়ার।


খবরটি ইংরেজিতে পড়ুন

Web Title: kohli to undergo yo yo test ahead of west indies series

(Bengali News from Eisamay , TIL Network)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here