Delhi Teacher Shot: delhi teacher killed, police detain girlfriend’s family – ভিনধর্মে প্রেম, দুষ্কৃতী হামলায় নিহত শিক্ষক! গ্রেফতার প্রেমিকার পরিবার

0
23


প্রেমিকার পরিবারের ৯ জনকে আটক করেছে পুলিশ।

EiSamay.Com |
Updated:

delhi teacher killed, police detain girlfriend’s family

নিহত শিক্ষক অঙ্কিত। ছবি সৌজন্য- ট্যুইটার

এই সময় ডিজিটাল ডেস্ক: অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর গুলিতে মৃত্যু হয় ৩১ বছরের এক কোচিং সেন্টারের শিক্ষকের। সোমবার সকালে এই ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব দিল্লির জাহাঙ্গিরপুরি এলাকায়। নিহতের নাম অঙ্কিত।

ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে অঙ্কিতের প্রেমিকার পরিবারের ৯ জনকে আটক করেছে পুলিশ। অঙ্কিতের বোনের অভিযোগ, ‘এক মুসলিম যুবতীর সঙ্গে সম্পর্ক ছিল অঙ্কিতের। মেয়েটির দুই ভাই এই খুন করিয়েছে।’ উত্তর-পূর্ব দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার আসলাম খান বলেন, ‘শত্রুতাও হতে পারে। ওর বোনের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।’

জানা গেছে, অন্যদিনের মতো সকাল ৮.১৫ নাগাদ বাড়ির সামনে কোচিং সেন্টারে পৌঁছন অঙ্কিত। প্রথম ব্যাচের টিউশন শুরু করার কথা ছিল। কিন্তু, তার আগেই রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষককে লক্ষ্য করে গুলি করে এক মুখোশধারী ব্যক্তি। ঘটনাস্থলে উপস্থিত দুই যুবকের মতে, গুলি লাগতেই মাটিতে লুটিয়ে পড়েন অঙ্কিত। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।

Web Title: delhi teacher killed police detain girlfriends family

(Bengali News from Eisamay , TIL Network)

Source link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here